প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’-তে দারুণ প্রশংসিত হয়েছিলেন তাসনুভা তিশা। এবার চলচ্চিত্রে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। ব্যাচ ২০০৩’ নামে একটি ওয়েব চলচ্চিত্রে নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বড়পর্দার অভিনেতা শিপন। ছবিটি পরিচালনা করছেন পার্থ সরকার। ছবিটির গল্প লিখেছেন রাফায়েল আহসান। এর মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন তিশা।
তাসনুভা তিশা বলেন, ‘ছয় মাস প্রস্তুতি নিয়ে ডিসেম্বরে শুটিং শুরু করেছিলাম। মজার বিষয় হলো, ছবিতে আমার অংশের পুরোটাই শুটিং হয়েছে রাতে।’
ছবিতে তিশাকে দেখা যাবে জনপ্রিয় এক নায়িকার চরিত্রে। এশা নামের এই নায়িকা লকডাউন শেষে তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে যাবার পরই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে।
পরিচালক পার্থ সরকার বলেন, ‘ব্যাচ ২০০৩ একটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার চলচ্চিত্র। ছবির গল্প মূলত স্কুল জীবনের র্যাগিং, বুলিং নিয়ে। অল্প বয়সের এসব মানসিক অত্যাচার কি রকম প্রভাব ফেলতে পারে তা নিয়েই আমাদের এই সাইকোলজিকাল থ্রিলার। এ মাসেই ছবিটির পোস্ট প্রডাকশনের সব কাজ শেষ করে এপ্রিলেই একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দিতে চাই।’
জানা গেছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় চলচ্চিত্রটি পহেলা বৈশাখে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সজল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।