বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের সময় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় চট্টগ্রামের দুটি থানায় সাতটি মামলা হয়েছে। হাটহাজারী থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) অফিস ও ডাকবাংলোয় ভাঙচুরের ঘটনায় ছয়টি মামলা করা হয়। মঙ্গলবার রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি এবং ভ‚মি অফিসের কর্মকর্তারা বাদী হয়ে আরও দুুটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, থানায় হামলার অভিযোগে একটি মামলায় অজ্ঞাতপরিচয়ের এক হাজার ৮০০ থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভূমি অফিসের করা দুই মামলায় ২০০ জন করে ৪০০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। হাটহাজারী ছাড়াও জেলার পটিয়া থানায় আরেকটি মামলা হয়েছে। ওইদিন হাটহাজারীতে চারজনের নিহতের খবরে পটিয়া থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক সাংবাদিকদের জানান, হাটহাজারীর ঘটনায় ছয়টি ও পটিয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।