Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুড নেইবারসের মিরপুর স্কুলে আসবাবপত্র ও ডিজিটাল মাল্টিমিডিয়া বিতরন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৯:২৯ পিএম

মিরপুরের পল্লবী শিক্ষা থানার ৪টি বিদ্যালয় বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, সুলতান মোল্লা আদর্শ বিদ্যালয়, ইসলামিয়া হাইস্কুল এবং গুড নেইবারস মিরপুর স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে গুড নেইবারস বাংলাদেশ এর স্যামসাং ভিলেজ প্রজেক্ট কাজ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ মার্চ) গুড নেইবারস মিরপুর স্কুলে শিক্ষার্থীদের বসার বেঞ্চ, লাইব্রেরী আলমারী, লাইব্রেরী টেবিল চেয়ার, হেলথ কর্ণারের জন্য মেডিকেল বেড, পার্টিশন, মেডিকেল আলমারী, গার্ডিয়ানদের বসার চেয়ার টেবিল, শিক্ষকদের বসার চেয়ার টেবিলসহ নানা আধুনিক এবং উন্নতমানের আসবাব পত্র প্রদান করে। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাস নির্মাণে প্রদান করা হয় উন্নত মানের প্রজেক্টর, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, পেনড্রাইব, অনলাইন ক্লাস নেয়ার নানা উপকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল, এডমিন ইউনিট হেড পিটার তুহিন বৈরাগী, কমিউনিকেশন ম্যানেজার রিমো রনি হালদার, বিদ্যালয়ের শিক্ষকরা, প্রজেক্ট ম্যানেজার মো. আরিফ হোসেনসহ স্যামসাং ভিলেজ প্রজেক্টের সকল কর্মকর্তা।

গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল স্যামসাং ভিলেজ প্রজেক্ট কে ধন্যবাদ জানিয়ে বলেন, সিএসআর ফান্ড হিসেবে স্যামস্যাং সি এন্ড টি এর বাংলাদেশের এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে এবং স্যামসাং সি এন্ড টি এর লক্ষ্য এবং উদ্দেশ্য যথাযথ ভাবে পূরণ হচ্ছে বলে তিনি স্যামসাং ভিলেজ প্রজেক্টের সকল কর্মীদের ধন্যবাদ জানান। শিক্ষক প্রতিনিধিরা প্রাপ্ত এই সমস্ত উপকরণ শিক্ষার্থীদের আধুনিক মান সম্মত পাঠদানে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুড নেইবারস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ