Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানসিক ভারসাম্যহীনদের পুনর্বাসন প্রসঙ্গে

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

রাজধানীসহ দেশের নানা প্রান্তে অসংখ্য ছিন্নমূল মানুষ বসবাস করছে। খোলা আকাশের নিচে বিভিন্ন স্টেশন, ফুটপাত ও পার্কে এসব ভাগ্যবিড়ম্বিত মানুষ ভবিষ্যতহীন জীবন পার হচ্ছে। আর এই ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, যারা মানসিক ভারসাম্যহীন। প্রচলিত অর্থে এরা আমাদের কাছে পাগলরূপে পরিচিত। আবার, অনেক মানসিক ভারসাম্যহীন লোক দুর্ভাগ্যবশত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিরাপত্তাহীনতায় ঘুরে ফিরে। ছিন্নমূল বলে এসব মানসিক ভারসাম্যহীন লোকজন সমাজের মানবিক অংশের সান্নিধ্য খুব একটা পায় না। রাস্তার পাশের ডাস্টবিন কিংবা নর্দমা ঘেঁটে এরা নিজেদের জীবন যেমন হুমকির মুখে ফেলে, তেমনি সাধারণ মানুষের বিরক্তি ও দুর্ভোগের কারণ হয়। অনেকসময় ব্যস্ত সড়কের মাঝে অবস্থান করে এরা সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি করে। তাছাড়া, অনেকেই নগ্ন শরীরে চলাফেরা করায় পথচারীদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। লক্ষ লক্ষ ছিন্নমূল লোকজনকে আপাতত পুনর্বাসনের ব্যবস্থা করা না গেলেও দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের আওতায় আনা তেমন কষ্টসাধ্য নয়। স্থানীয় প্রশাসনের মাধ্যমে এদের পুনর্বাসন ও চিকিৎসা সেবা নিশ্চিত করে তাদের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করা যায়। তাই এদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি উদ্যোগের কার্যক্রমের গতি ও আওতা বিস্তৃত করতে সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

আবু ফারুক
বনরুপা পাড়া, সদর, বান্দরবান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চি ঠি প ত্র

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন