Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটিজেনদের সমালোচনার মুখে শারমিন আঁখি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৪:১৩ পিএম

শারমিন আঁখি শুধু একজন মঞ্চকর্মীই নন একাধারে মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের একটি বেশ পরিচিত মুখ। নান্দনিক ও সাবলীল অভিনয়ে প্রশংসাও কুড়িয়েছেন বেশ। নাটক, বিজ্ঞাপন, টেলিফিল্ম, মিউজিক ভিডিও ছাড়াও দেখা দিয়েছেন বড় পর্দায়। সম্প্রতি কিছু স্থিরচিত্রে খোলামেলা লুকে ধরা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। কয়েকদিন আগে আঁখি তার ভেরিফায়েড ফেসবুকে এ ছবি পোস্ট করেছেন। আর ক‌্যাপশনে লিখেছেন—‘আত্মবিশ্বাসই আমার সেরা অনুষঙ্গ।’

গত রবিবার (২৮ মার্চ) নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন আঁখি। ছবিতে দেখা যায় খোলা চুল। পরনে পোশাক বলতে তেমন কিছু নেই। শুধু সাদা রঙের একটি চাদর দিয়ে শরীরের অংশ বিশেষ ঢেকে রেখেছেন। তার পাশে জ্বলছে একটি টেবিল ল‌্যাম্প।

এর আগে ১৬ মার্চ আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেন আঁখি। তাতে দেখা যায়, টপলেস আঁখি একটি সোফায় বসে আছেন। এসব ছবি ফেসবুকে পোস্ট করার পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন আঁখি। কেউ কেউ প্রশংসা করলেও অনেকে তাকে আক্রমণ করে মন্তব‌্য করছেন।

মোহন নামে একজন লিখেছেন, ‘খ্যাতির জন্য ইজ্জতটা নষ্ট করলি।’ আরেকজন লিখেছেন, ‘তোদের জন‌্যই আজ এমন।’ শাহরিয়ার ইমন নামে একজন লিখেছেন, ‘লাভ নাই ফোবর্স যাইতে পারবা না।’ আরেকজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আচ্ছা এই ফটোশুট করে আপনি কয়টা ফিল্ম, নাটক ও টিভিসির অফার পেলেন?’ আনিস নামে একজন লিখেছেন, ‘এই বোল্ড ছবিগুলো হলিউড-বলিউডের অভিনেত্রীদের মানায় বাংলাদেশিদের না।’ লুনা আফরিন নামে একজন লিখেছেন, ‘এখন উপরে উঠতে পারবেন, যাইহোক আজকের পর থেকে আর আপনার ফালতু নাটক দেখবো না’ এমন অসংখ‌্য মন্তব‌্যে ভরে আছে কমেন্ট বক্স।

জানা যায়, সম্প্রতি এই ফটোশুটে অংশ নেন আঁখি। তার এসব ছবি ক‌্যামেরাবন্দি করেছেন নামিম আশরাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ