Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসি-পোর্তো লড়াই সেভিয়ায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৮:১৯ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিজেদের মাঠে খেলা হচ্ছে না চেলসি ও পোর্তোর। দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই হবে স্পেনের সেভিয়ায়। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে ম্যাচ দুটি লা লিগার দল সেভিয়ার মাঠে হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় উয়েফা।

আগামী ৭ এপ্রিল হবে প্রথম লেগের খেলা। ফিরতি পর্ব ১৩ এপ্রিল। জয়ী দল সেমি-ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলের বিপক্ষে।

কাজ, শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় ব্যতীত বর্তমানে সকল বিদেশিদের যুক্তরাজ্য সফরে নিষেধাজ্ঞা রয়েছে। ব্রিটেন থেকে স্পেনে ভ্রমণেও নিষেধাজ্ঞা রয়েছে গত ডিসেম্বর থেকে। তবে চলতি মাসের শুরুতে স্পেন সরকার জানায়, ৩০ মার্চ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর কিছু ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ