Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৭:১৩ পিএম

রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর অলোকার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর অলকার মোড়ের পূর্ব নির্ধারিত কর্মসূচী বোয়ালিয়া থানা পুলিশ করতে দেয়নি। পুলিশ সেখানে নেতাকর্মীদের দাঁড়াতে না দিয়ে মালোপাড়া বিএনপি অফিসের সামনে পাঠিয়ে দেয়। পরে রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে অলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মালোপাড়া বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই তারা সমাবেশ করেন। মিছিল ও সমাবেশ করার সময় পুলিশ চারিদিকে অবস্থান নেয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাইতুল মোকাররম, হাটহাজারী ও ব্রাক্ষণবাড়িয়াসহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে এই সমাবেশ করেন তারা। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহীন শওকত।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি হাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, আবু বক্কর সিদ্দিক, প্রফেসর আব্দুস সামাদ, সৈয়দ মহসিন, ডিএম জিয়াউর রহমান, জাকিরুল ইসলাম বিকুল, অধ্যাপক সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, আলী হোসেন, আবু বকর সিদ্দিক, আমিনুল হক মিন্টু, নজরুল ইসলাম, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, আব্দুল হামিদ বাবলু, তোফায়েল হোসেন রাজু, আবু হেনা ও পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে জড়িত পুলিশ সদস্যদের প্রচলিত আইনে বিচারের দাবী জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পদত্যাগ দাবী করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজশাহীসহ সারা দেশের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ