Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৭:০৯ পিএম

পটুয়াখালীর মহিপুরে সুলতান হাওলাদার নামের ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সকালে সুলতানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটায় ওই শিক্ষার্থী তাদের ঘর থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এ সময় মনসাতলী গ্রামের সুলতান ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এতে স্কুল ছাত্রী ডাক চিৎকার দিলে সুলতান পালিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ