প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের অভিনেতা ম্যাথিউ ম্যাকনোহে স¤প্রতি এক পডকাস্টে তার রাজনৈতিক উচ্চাশার কথা প্রকাশ করেছেন। ‘দ্য ব্যালেন্সড ভয়েস’ পডকাস্টের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ‘ইন্টারস্টেলার’ অভিনেতা অদূর ভবিষ্যতে রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারেন। পডকাস্ট সঞ্চালক রানিয়া ম্যানকারিয়াস টেক্সানরা ম্যাকনোহেকে ‘দ্য লোন স্টার’ নামে খ্যাত মার্কিন অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে পেলে খুশি হবে মন্তব্য করলে অভিনেতা বলেন, “এটি বাস্তব এক বিবেচনা।” গত নভেম্বরে ম্যাকনোহে আভাস দিয়েছিলেন তিনি টেক্সাসের গভর্নর নির্বাচনে অংশ নেয়ার কথা বিবেচনা করছেন। ‘দ্য হিউ হিউইট শো’তে তিনি বলেন, “আমি ঠিক জানি না। বিষয়টি তো আমার সিদ্ধান্ত নেবার বিষয় নয়। যতটা না আমার তার চেয়ে বেশি জনতার সিদ্ধান্তের বিষয়।” ‘ডালাস বায়ার্স ক্লাব’ খ্যাত অভিনেতা আরও বলেন : “আমি বলব। রাজনীতি আমার কাছে এখন একটি ভগ্ন পেশা। তবে রাজনীতির উদ্দেশ্য নতুন করে সংজ্ঞায়িত হলে আমি আরও আকৃষ্ট হতে পারি।” নীতির ক্ষেত্রে ম্যাকনোহে ডেমোক্রেট বা রিপাবলিকান কাউকে আলাদা অগ্রাধিকার দেন না। তিনি বলেন, “আমাদের সামাজিক দায়বদ্ধতা ব্যক্তিগত বোধের চেয়েও বড়, এমন মানসিকতাই আমাদের একতাবদ্ধ করবে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।