Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেক্সাস অভিযুক্তের পরিচয় প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

রোববার টেক্সাস সিনাগগ আক্রমণকারীর নাম এবং পরিচয় প্রকাশ করলো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম মালিক ফয়সাল আকরাম। তিনি যুক্তরাজ্যের নাগরিক। যুক্তরাজ্যের প্রশাসন রোববার জানিয়েছে, টেক্সাসে যুক্তরাজ্যের এক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে মারা গেছে, ওই সিনাগগে সে চারজনকে পণবন্দি করেছিল, এসব কোনো কথাই যুক্তরাজ্যের প্রশাসন জানায়নি। ঘটনার সূত্রপাত শনিবার মার্কিন সময় সকাল সাড়ে দশটা নাগাদ। টেক্সাসের ওই সিনাগগ বা ইহুদি মন্দিরে প্রার্থনা চলছিল। সেই প্রার্থনা লাইভ স্ট্রিমে দেখানোও হচ্ছিল। এমনই পরিস্থিতিতে বন্দুক নিয়ে ওই সিনাগগে ঢুকে পড়ে যুক্তরাজ্যের নাগিরক ফয়সাল। সিনাগগের মূল পুরোহিত-সহ তিনজনকে পণবন্দি করে সে। এরপর প্রায় দশঘণ্টা তাদের আটক করে রাখা হয়। ঘটনা জানতে পেরেই যুক্তরাজ্যের সন্ত্রাসদমন শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আক্রমণকারীর সঙ্গে তারা কথা বলতে শুরু করে। লাইভ স্ট্রিমে দেখা যায়, ওই ব্যক্তি কীভাবে চারজনকে পণবন্দি করেছে। এবং কীভাবে প্রশাসনের সঙ্গে কথা
বলছে। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেক্সাস অভিযুক্তের পরিচয় প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ