মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের কার্বন শহরের ৮৫ ভাগ এলাকা পুড়ে গেছে। এতে ৮৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সহযোগিতা করতে গিয়ে শহরে বারবারা ফেনলি নামের শেরিফের এক সহকারি মারা গেছেন। আজ রোববার স্থানীয় গণমাধ্যম ডালাস মর্নিং নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, টেক্সাস এঅ্যান্ডএম ফায়ার সার্ভিস জানিয়েছে, টেক্সাসের অঙ্গরাজ্যের ডালাস থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমের ছোট শহরে চারটি দাবানলে ৫৪ হাজার একর পুড়ে গেছে। ইস্টল্যান্ড কাউন্টিতে বুধবার বা বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ে এ দাবানল। এটির মাত্র ৩০ ভাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা। ইস্টল্যান্ড ফায়ার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২২৫ জন জনসংখ্যার এ শহরটির প্রায় ৮৫ ভাগ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদপত্র ডালাস মর্নিং নিউজ ধ্বংসস্তূপে পরিণত হওয়া কিছু বাড়ির ছবি প্রকাশ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।