মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের ইয়র্কশায়ারে ব্যাটলি গ্রামার স্কুলের ক্লাসে শিশুদেরকে মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর ঘটনায় দ্বিতীয় দিনের মতো স্কুলের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসলিমরা। এমন পরিস্থিতিতে স্কুলটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ২৯ বছর বয়সী শিক্ষককে বরখাস্তের পরও বিক্ষোভের ঘটনায় শিক্ষকদের মাঝে আতংক দেখা দেয়। কমিউনিটি সেক্রেটারি রবার্ট বলেছেন, বিক্ষোভটি সঠিক নয়, স্কুল বিষয়টি খতিয়ে দেখছে, উপযুক্ত ভারসাম্য থাকতে হবে। উল্লেখ্য, গত সোমবার ইয়র্কশায়ারে স্কুলের ক্লাসে শিশুদেরকে মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানো হয়। পরে এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্কুলে অভিভাকদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং তারা জড়ো হয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করতে থাকেন। মুসলমানদের মাঝে উত্তেজনা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়। পরে প্রধান শিক্ষক গ্যারি কিবলে বলেন, আমি ঘটনার জন্য আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।