Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে জমির দাম ৬ বছরের সর্বনিম্নে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো গত বছর জাপানের জমির গড় মূল্য হ্রাস পেয়েছে। কভিড-১৯ মহামারীর কারণে শহুরে বাণিজ্যিক জমির চাহিদা কমে যাওয়ায় এমনটা হয়েছে বলে জানিয়েছে সরকার। ১ জানুয়ারির হিসাবে দেশটির আবাসিক, শিল্পসহ সব প্রকার জমির দাম এক বছর আগের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। যেখানে এক বছর আগে এ জমির দাম ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। খবর কিয়োডো নিউজ। দেশটির তিনটি বৃহত্তম মহানগরীয় অঞ্চল টোকিও, ওসাকা ও নাগোয়ায় সব ধরনের জমির দাম আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। পাশাপাশি গ্রামীণ অঞ্চলের জমির দাম তুলনামূলক কম শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। জাপানের ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জমির দামের ওপর মহামারীর প্রভাব গ্রামাঞ্চলে তুলনামূলকভাবে কম। কিয়োডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ