Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের ৩ নেতাকে ছেড়ে দিল পুলিশ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৬:৪৮ পিএম

দুপুরে আটকের পর সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদের ৩ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, শনিবার দুপুরে বগুড়ার পৌর পার্কের ভেতর থেকে বগুড়া ছাত্র অধিকার পরিষদের ৩ নেতা যথাক্রমে জেলা সহ সভাপতি শিমুল খন্দকার, সেক্রেটারি মিজানুর রহমান পলাশ ও সদস্য আমির হামজাকে আটক করে থানায় সোপর্দ করে জেলা ছাত্রলীগ। বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রত্যেকের কাছ থেকে পৃথক পৃথক মুচলেকা লিখে দিয়ে থানা হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয় ।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস এব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, তারা পৌর পার্কে নাশকতার ছক কষছিল। ওই অবস্থায় তাদের আটক করে পুলিশে দেওয়া হয় । তারপরও পুলিশ তাদের কেন ছাড়লো বুঝতে পারছিনা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ