Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সতর্ক অবস্থায় পুলিশ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৫:৩০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে খুলনায় যে কোনো প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্টেগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের রায়ট কার ও গরম পানিবাহী গাড়ি নগরীতে টহল দিচ্ছে। কোথাও কোনো জটলা দেখলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দিচ্ছে।

এদিকে, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে সামনে রেখে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, দলীয় কার্যালয়ে তাদের যেতে দেয়া হচ্ছে না।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানিয়েছে, আজকের বিক্ষোভ কর্মসূচি ও রোববার হরতাল বিবেচনায় রেখে নগরীতে পুলিশী নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ