মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা সম্ভবত নির্ভর করছে একটি ক্ষুদ্র ফিলিস্তিনি-ইসরাইলি দলের ওপর। পার্লামেন্ট নির্বাচনে প্রধান দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউনাইটেড আরব লিস্ট (ইউএএল) দলটির হিব্রæ নাম রাম। ১২০ সিটের নেসেটে দলটি চারটি আসন পেয়েছে। তবে এই দলটিই হয়তো সিদ্ধান্ত নেবে ইসরাইলের দীর্ঘমেয়াদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দপ্তরে ফিরতে পারবেন কিনা। নেতানিয়াহুর জন্য অবশ্য ব্যাপারটা অস্বস্তির। কারণ তিনি বরাবরই ফিলিস্তিনিদের সঙ্গে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছেন। শুধু তাই, নির্বাচনী প্রচারণায় আরব সংখ্যালঘুদের প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ইয়ামিনা ৫৯ আসন পেয়েছে। অন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অর্থাৎ নেতানিয়াহু কিংবা তার বিরোধী জোটের নেতা নাফতালি বেনেটকে সরকার গঠন করতে হলে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউএএলের সহযোগিতা লাগবে। কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত দুই বছরে ইসরাইলে চারবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। নেতানিয়াহুর সরকার ইহুদিবাদী দলগুলোর সমর্থন না পেলে কিংবা ইউএলের সঙ্গে নেতানিয়াহু জোট না করলে নিশ্চিতভাবেই আরেক দফা নির্বাচনের কবলে পড়তে যাচ্ছে ইসরাইল। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।