Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের আলবামায় ব্যাপক বিধ্বংসী টর্নেডোতে জনজীবন লণ্ডভণ্ড, নিহত ৫

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৫:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আলাবামা প্রদেশে বৃহস্পতিবার তাণ্ডব চালালো ভয়াবহ ঘূর্ণিঝড়। বিধ্বংসী এই টর্নেডোতে এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর তাণ্ডব তছনছ করে দিয়েছে ঘরবাড়ি, গাছপালা। হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন। ঘূর্ণিঝড়ের তীব্রতায় কার্যত জনজীবন লণ্ডভণ্ড। -সিএনএন, দ্য ওয়াশিংটন পোস্ট

জানা গেছে, নিহতরা সকলেই আলাবামার পূর্ব প্রান্তে কলহন কাউন্টির বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। সেখানে আছড়ে পড়েছিল অন্যতম শক্তিশালী টর্নেডো। পরে সেটি জর্জিয়ার দিকে চলে যায়। ওহাটচি অঞ্চলের কাছে শত শত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে টর্নেডো। কোথাও বা উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের ছাদ। ইতিমধ্যেই আলবামার গভর্নর 'এমার্জেন্সি' ঘোষণা করেছেন। এদিকে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের শুক্রবারই আলাবামায় আসার কথা ছিল। টর্নেডোর পরে তিনি তার সফর স্থগিত রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ