প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বর্তমানে বিজ্ঞাপন, ধারাবাহিক ও একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিমি। সম্প্রতি তিনি মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এনটিভি’র ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’-এ যুক্ত হয়েছেন। অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে এখানে অভিনয় করছেন তিনি। ‘হাউজ নং ৯৬’ ছাড়াও আরো কয়েকটি ধারাবাহিকে করেছেন তিনি। নাটকে কাজের পাশাপাশি সিনেমাতেও কাজ করার লক্ষ্য আছে হিমির। ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে হিমি জানান, ইচ্ছে আছে ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করার। সেভাবেই নিজেকে তৈরি করছি। ইতিমধ্যে সিনেমা নিয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা-বার্তাও হয়েছে। তবে শতভাগ সন্তুষ্ট না হলে কাজ করবো না। বুঝেশুনে এ জায়গাটিতে যাত্রা শুরু করতে চাই।
‘হাউজ নং ৯৬’ এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে হিমি বলেন, ধারাবাহিকটি ইতিমধ্যে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। আমারও কাজ করে ভালো অভিজ্ঞতা হয়েছে। এই ধারাবাহিক ছাড়া আরো ৪-৫ টা ধারাবাহিকে অভিনয় করছি। এরমধ্যে তিনটি প্রচার হচ্ছে। বাকিগুলোর কাজ চলছে। আর খণ্ড নাটকের কাজ তো নিয়মিত করছিই।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল এই অভিনেত্রীর। যদিও শেষ অবধি সেটিতে কাজ করা হয়নি তার। বিষয়টি নিয়ে আক্ষেপ জানিয়েছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।