Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সু চির রাজনৈতিক কার্যালয়ের সদর দপ্তরে বোমা হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৩:৪৭ পিএম

মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) রাজনৈতিক কার্যালয়ের সদর দপ্তরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দলের নেতারা এ তথ্য জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, শুক্রবার মিয়ানামরের আর্মড ফোর্সেস ডের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটল। মিয়ানমারের সেনাবাহিনী এদিন বার্ষিক কুচকাওয়াজে তাদের শক্তি প্রদর্শন করবে।

হামলাকারী ভোর চারটার দিকে ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদর দপ্তরে ওই বোমা নিক্ষেপ করেন। এনএলডির সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সোয়ে উইন বলেন, আশপাশের বাসিন্দারা আগুন দেখার পর তা নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়। মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে হাতবোমাটি সদর দপ্তরের দিকে ছুড়ে মেরেছে।

সোয়ে উইন আরও বলেন, বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। দলের সদস্যরা ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন। তারা পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানি না কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে যা ঘটেছে, তা ভালো হয়নি।
মিয়ানমারের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এনএলডির সদর দপ্তরের সামনে বেশির ভাগ বিক্ষোভ হয়েছে। দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নও চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় পর্যবেক্ষক দল বলছে, মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ৩২০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ