Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে জিতলেই হেলিকপ্টার, আইফোন উপহার, চাঁদে ভ্রমণের প্রতিশ্রুতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:৪৬ পিএম

নির্বাচনে ভোটারদের আকর্ষণ করার জন্য প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন, তারা ক্ষমতায় গেলে কী কী করবেন। এক্ষেত্রে অধিকাংশ প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দেন, যা তারা কখনোই পূরণ করেন না। অবশ্য নানা কারণে অনেকসময় এগুলো পূরণ করাও সম্ভব হয়ে উঠে না। এবার ভারতের তামিলনাড়ু রাজ্যের আসন্ন এসেম্বলি নির্বাচনে মাদুরাই-দক্ষিণ কেন্দ্রের এক প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যা চমকে দিয়েছে সকলকে।

আলোচিত ওই প্রার্থীর নাম থুলম সর্বানন। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যটির মাদুরাই-দক্ষিণ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে, সবার জন্য মিনি হেলিকপ্টার, ১ কোটি টাকা ডিপোজিট, এলাকায় কোনো মেয়ের বিয়ে হলে স্বর্ণালঙ্কার দেওয়া, মেয়ে শিক্ষার্থীদের স্কুটি, আইফোন উপহার দেওয়াসহ আরও অনেক কিছু। এমনকি নির্বাচনে জিতলে ভোটারদের চাঁদে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

৩৪ বছর বয়সী থুলম জানিয়েছেন, ভোটে জিতলে প্রত্যেক পরিবারকে ফ্রিতে আইফোন, গাড়ি, একটি হেলিকপ্টার, একটি নৌকা, সুইমিং পুলসহ তিনতলা বাড়ি উপহার দেবেন। এছাড়া তার আসনের ভোটদাতাদের প্রত্যেককে ১ কোটি টাকা করে দেবেন তিনি। কারও মেয়ের বিয়ে হলে যাবতীয় স্বর্ণালঙ্কারও তিনি কিনে দেবেন। সেই সঙ্গে গৃহবধূদের কাজের চাপ কমাতে প্রতিবাড়িতে একটি করে রোবট দেওয়ার প্রতিশ্রুতি তো রয়েছেই।
তবে সবই কী কেবল ভোটারদের জন্য! নিজের এলাকার জন্য কী করবেন? উত্তরে ওই প্রার্থী দক্ষিণ তামিলনাড়ুর প্রচণ্ড গরম থেকে মাদুরাইবাসীকে স্বস্তি দিতে একটি বরফ ঢাকা কৃত্রিম পাহাড় বানানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। সেই সঙ্গে নিজের এলাকায় একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রতিষ্ঠারও অঙ্গীকার করেছেন তিনি।

এসব কিছু কী কেবল নিজের পকেটের টাকায়, না কি অন্য কোনো মাধ্যমে টাকা জোগাড় করে বাস্তবায়ন করবেন?
থুলম কোনো বিত্তশালী শিল্পপতি নন, নেহাতই ছোট ব্যবসায়ী। এখনও বিয়ে করেননি। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা ও মা। এমনকি, মনোনয়নপত্র পেশের জন্য ২০ হাজার টাকা ধার করেই জোগাড় করেছেন বলে তার দাবি।

তাহলে এমন আকাশছোঁয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কী ভাবে? তার জবাব, ‘জনসচেতনতা বাড়াতেই আমি এই কাজ করেছি। গত ৫০ বছরে মানুষকে নানা অবিশ্বাস্য প্রতিশ্রুতি শোনানো হয়েছে। কিন্তু তা পালন করা হয়নি। তাই মানুষকে সচেতন করতেই এমন অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছি।’
তামিলনাড়ুর রাজনীতিতে অবশ্য এ ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার একটা ‘ঐতিহ্য’ রয়েছে। অতীতে প্রয়াত নেত্রী জয়ললিতা মুখ্যমন্ত্রী হয়ে বাড়ি বাড়ি রঙিন টিভি পৌঁছে দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী ডিএমকে শিবির দিয়েছে ল্যাপটপ।

এবারও শাসকদল এডিএমকে বিনামূল্যে ওয়াশিং মেশিন, বছরে ছ’টি রান্নার গ্যাসের সিলিন্ডার এবং গৃহবধূদের মাসে দেড় হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে।
আগামী ৬ এপ্রিল থুলম সর্বাননের মাদুরাই-দক্ষিণ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে তার বিপক্ষে আরও ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ