Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নানামুখী ট্রোল, সমালোচনা আর ভালো লাগছে না দীঘির!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১১:৩০ এএম

ঢালিউডের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার শোকেজে সাজানো রয়েছে তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেগুলো তিনি শিশুশিল্পী হিসেবে অর্জন করেছেন। সম্প্রতি নায়িকা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে তার। কিন্তু শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়াটা সুখকর হয়নি এ অভিনেত্রীর। এ যাত্রায় পোহাতে হয়েছে একাধিক বিড়ম্বনা। সোশ্যাল মিডিয়াজুড়ে তাকে নিয়ে ট্রোলে মেতেছে সবাই।

এই নানামুখী ট্রোল, সমালোচনা আর ভালো লাগছে না দীঘির। এসব নিয়ে তিনি দারুণ হতাশায় ভুগছেন। যেটা সম্প্রতি তিনি প্রকাশ করেছেন তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। ইনস্টাগ্রামে ইংরেজিতে দীঘির দেওয়া স্ট্যাটাসের বাংলা অনুবাদ তুলে ধরা হলো-

কারো মনোযোগ পাওয়ার জন্য এই লেখাটা লিখছি না। শুধু আমার মনের অবস্থা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আজ কথা বলব আমার মানসিক অবস্থা নিয়ে। হতাশা! শব্দটা শুনে আপনার যেমন লাগছে, এই শব্দটা ততটাই হতাশার। এটা সত্যি জোরে আঘাত করে আর মনটা ভেঙে দেয়। আমি বরাবরই স্বপ্ন, আবেগ নিয়ে জীবনকে উপভোগ করার মতো একজন মানুষ।

আমি কখনো পেছনে কথা বলা নিয়ে বিরক্ত হইনি। কিন্তু এই সময়, এই অভিশপ্ত সময় আমার মানসিক অবস্থাকে ভেঙে ফেলেছে। পুরো ভেতরে-বাইরে একজন ইতিবাচক মানুষ। এভাবে মানুষের ট্রল, ব্যঙ্গ, উপহার আর বিতর্কের শিকার হব কখনো ভাবিনি। এগুলো এড়িয়ে সবসময় মানসিকভাবে শক্ত আর আত্মবিশ্বাসী থাকতে চেয়েছি। কিন্তু এই সময় আমি কারো ফোন ধরছি না, মেসেজের উত্তর দিচ্ছি না। হয়তো কিছু মানুষ আমাকে ভুল বুঝছে, আমার আচরণে বির'ক্ত হচ্ছে, আমার ওপর রাগ করছে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

আমার বিশ্বা'স, আমি যথেষ্ট শক্ত এবং সবকিছু ঠিক হবে ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, আমাকে একটু সময় দিন। আমার পরিবার, বন্ধু এবং আর কাছের মানুষদের শুরু থেকে এখন পর্যন্ত আমা'র পাশে থাকার জন্য ধন্যবাদ। আমা'র শুধু আপনাদের সহযোগিতা এবং উৎসাহ প্রয়োজন।

গত ১২ মার্চ নায়িকা হিসেবে অভিষেক হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘির। এদিন মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘তুমি আছো তুমি নেই’। ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এখানে দীঘির বিপরীতে নায়ক আসিফ ইমরোজ। ছবি ‍মুক্তির আগে প্রকাশিত ট্রেলার দেখে দর্শক দীঘিসহ এ ছবির সঙ্গে সম্পৃক্ত সকলের সমালোচনায় মেতে ওঠে। ট্রেলারটিকে নিম্নমানের বলে উল্লেখ করে সবাই। দীঘিও ছবির ট্রেলার নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাই দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলে কটাক্ষ করেছেন তার অভিষেক ছবি ‘তুমি আছো তুমি নেই’-এর পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ