Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ গাজীপুরে জেমসের কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১০:৩৮ এএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ (২৬ মার্চ) গাজীপুরের রাজবাড়ি মাঠে একটি বিশেষ কনসার্টে অংশ নেবেন জেমস ও তার দল নগরবাউল। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, দিনব্যাপি অনুষ্ঠানে বিকাল তিনটায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন বলে জানা গেছে।

বিশ্বব্যাপি করোনার সংক্রমনের পর গত বছরের মার্চ থেকেই অন্য সবার মতো ঘরবন্দি ছিলেন দেশের প্রখ্যাত ব্যান্ডসংগীতশিল্পী জেমস। তবে স্বাস্থ্যবিধি অনুসরন করে সীমিত অনুষ্ঠান করার অনুমতি মিললেও করোনার ঝুঁকি থাকায় খুব বেশি কনসার্টে অংশ নেননি তিনি। প্রায় এক বছর পর গত মাস থেকে তিনি কনসার্টে অংশ নেয়া শুরু করেছেন। সেই ধারাবাহিকতাতেই আজকের কনসার্টটি আয়োজিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কিবোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ