মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা উত্তর কোরিয়া বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বৃহস্পতিবার এ মন্তব্য করেন। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো উত্তর কোরিয়া সমস্যাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেবেন। -পার্সটুডে
গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে উত্তর কোরিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, চার বছর আগে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়েন তখন উত্তর কোরিয়া দেশের বাইরে ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হতো। বাইডেন বলেন, চার বছর আগে ওবামা প্রশাসন যে নীতিতে চলত তিনি সেই একই নীতিতে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বলেন, উত্তর কোরিয়া যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তৃতি ঘটাতে চায় তাহলে আমরা জবাব দেব এবং যথাসময়ে সে জবাব সবাই দেখতে পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।