Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে জিতলে চাঁদে নিয়ে যাবেন তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৯ এএম

নির্বাচনে জিততে প্রার্থীরা কত কীই না প্রতিশ্রæতি দেন। কিন্তু তাই বলে, চাঁদে নিয়ে যাওয়ার প্রতিশ্রæতি! শুনতে অবাক লাগলেও স¤প্রতি এমনই এক কাÐ ঘটিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেছেন এক ব্যক্তি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তুলাম সরাভানন। নির্বাচনী প্রচারণায় নেমে জেতার জন্য একগাদা প্রতিশ্রæতি দিয়েছেন সরাভানন। একটি মিনি-হেলিকপ্টার, প্রতি পরিবারকে বছরের এক কোটি রুপি ডিপোজিট, বিয়েতে স্বর্ণের গহনা, তিনতলা বাড়ি এবং চাঁদে ঘুরিয়ে আনার মতো অবাক করা সব প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। মাদুরাই দক্ষিণ আসন থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন সরাভানন। নির্বাচনী প্রচারণার অঙ্ক হিসেবে এমন সব প্রতিশ্রæতি দিয়ে সবার নজর কেড়েছেন এই প্রার্থী। এমনকি গৃহকর্মীদের কাজের চাপ কমাতে রোবট দেয়ারও প্রতিশ্রæতি দিয়েছেন সরাভানন। এখানেই থেমে নেই। প্রতি পরিবারের জন্য একটি নৌকা, তার নির্বাচনী এলাকার মানুষজনকে শীতল বাতাস দিতে ৩০০ ফুট উঁচু কৃত্রিম বরফের পাহাড়, একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং একটি রকেট লঞ্চ প্যাডেরও প্রতিশ্রæতি দিয়েছেন সরাভানন। সরাভানন বলেন, রাজনৈতিক দলগুলোর ফাঁকাবুলির ব্যাপারে সচেতন করাই আমার লক্ষ্য। আমি চাই তারা ভালো প্রার্থীকে বেছে নিক। মানুষের উন্নয়নে কাজ না করার জন্য তিনি রাজনৈতিক দলগুলোরও কঠোর সমালোচনা করেন। নিউজ১৮।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ