প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কিশোরকাল নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তিতে আর কোনো বাধা নেই। চলচ্চিত্রে সেন্সর বোর্ডে দ্বিতীয় দফায় সিনেমাটি প্রদর্শনের পর মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে মুক্তির সনদ প্রদান করে। সেন্সরের ভাইন্স চেয়ারম্যান জসিম উদ্দিন খবরটি নিশ্চিত করে বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই মুক্তিতে আর কোনো বাধা নেই।’
আরো জানা যায়, সিনেমায় পাকিস্তানের রাজনীতিবীদ মোহাম্মদ আলী জিন্নাহর একটি ভাষণ অতিরঞ্জিত মনে হয়েছিল। সেটা সংশোধন করে মুক্তির অনুমতি প্রদান করা হয়েছে। এছাড়া আর কোনো সমস্যা ছিল না। এখন আর মুক্তিতে কোনো আপত্তি নেই।
গত বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটির শুটিং শেষ হয় সেপ্টেম্বরে। সিনেমাটির এক্সিকিউটিভ পরিচালক শামীম আহমেদ রনী। তবে সেন্সর সনদে পরিচালক সেলিম খানের নাম আছে। নির্মাতা রনী বলেন: এফডিসি, চাঁদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সবমিলিয়ে ৩২ দিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেছি।
গত বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটির শুটিং শেষ হয় সেপ্টেম্বরে। সিনেমাটির এক্সিকিউটিভ পরিচালক শামীম আহমেদ রনী। তবে সেন্সর সনদে পরিচালক সেলিম খানের নাম আছে। নির্মাতা রনী বলেন: এফডিসি, চাঁদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সবমিলিয়ে ৩২ দিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেছি।
শামিম আহমেদ রনির চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। এ সিনেমায় দেখানো হবে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সেই কাহিনি। ‘টুঙ্গিপাড়ার মিয়া’ ভাই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে পর্দায় দেখা যাবে শান্ত খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন দীঘি। যাকে দেখা যাবে ফজিলাতুন্নেছা মুজিব রেনুর চরিত্রে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।