গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে । এ বছর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালন করা হবে। বুধবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ মার্চ সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ১৫মিনিটে স্মৃতি চিরন্তন চত্বর থেকে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। দিবসটি উপলক্ষ্যে বাদ জুম্মা মসজিদুল জামিয়াসহ বিশ্ববিদ্যালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে কার্জন হল ও টিএসসিতে আলোক সজ্জার ব্যবস্থা করা হবে। ২৫ মার্চ কালরাত্রি ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন । ওইদিন রাত ৯টা থেকে ৯:০১টা পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় প্রতীকী 'ব্লাক-আউট' কর্মসূচি পালন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।