বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট নির্বাচনে ৩৫ সদস্য পদের মধ্যে ৩২ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। বাকি তিনটি পদে নির্বাচিত হন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরের পর আনুষ্ঠনিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য সংখ্যা ১০৫। এর মধ্যে শিক্ষক প্রতিনিধির ৩৫টি পদ রয়েছে। তাদের মেয়াদ তিন বছর। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২২ মে। সেই নির্বাচনে নীল দলের ৩৩ জন আর সাদা দলের ২ জন জয়ী হয়েছিলেন।
নীলদল থেকে নির্বাচিত প্রতিনিধিরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর আকম জামাল উদ্দীন, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রফেসর আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর আব্দুল বাছির, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইসতিয়াক মঈন সৈয়দ, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম মাহবুব হাসান, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর এসএম আবদুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর কেএম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের প্রফেসর চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর জিনাত হুদা, আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রফেসর তৌহিদা রশিদ, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের প্রফেসর নিসার হোসেন, ফার্মেসি বিভাগের প্রফেসর ফিরোজ আহমেদ, ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর ফিরোজা ইয়াসমীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর মিহির লাল সাহা, ইসলাম শিক্ষা বিভাগের প্রফেসর মুহাম্মদ আবদুর রশীদ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের প্রফেসর মুহাম্মাদ আবদুল মঈন, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মোহাম্মদ ফিরোজ জামান, পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রফেসর মোহাম্মদ বিল্লাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. আবদুর রহিম, ফলিত গণিত বিভাগের প্রফেসর আবদুস ছামাদ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের প্রফেসর মো. জিল্লুর রহমান, অপরাধবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. জিয়াউর রহমান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর মো. নিজামুল হক ভূঁইয়া, মার্কেটিং বিভাগের প্রফেসর মো. মাসুদুর রহমান প্রমুখ। সাদা দল থেকে নির্বাচিত তিন প্রতিনিধি হলেন প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর ড. এবিএম ওবাইদুল ইসলাম ও প্রফেসর ড. মামুন আহমেদ। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মমতাজ উদ্দিন আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।