মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পবিত্র রমজান মাসে রোজা রেখেও করোনার ভ্যাকসিন গ্রহণ করা যাবে। এতে রোজা ভাঙবে না বলে মন্তব্য করেছেন সউদী আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে গ্র্যান্ড মুফতির বিবৃতিও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, করোনার ভ্যাকসিন নিলে করলে রোজা ভাঙবে না। কারণ এই ভ্যাকসিন খাবার বা পানীয় হিসেবে দেহে প্রবেশ করেনা। এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। ফলে রোজা রেখেও এই ভ্যাকসিন নেয়া যাবে।
এদিকে সউদীর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যে দেশটিতে ২৬ লাখ ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে সউদী আরবে আগামী ১২ অথবা ১৩ এপ্রিল রোজা শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।