মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রে ফের বাঘের মৃত্যু। তিনদিনে তিনটি বাঘের মৃত্যু হলো। এর আগে গত ২১ মার্চ মহারাষ্ট্রের বোর ধরন ড্যামের কাছে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়। গতকাল মঙ্গলবার ফের মহারাষ্ট্রের যবৎমাল ও নাগপুরের পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প থেকে দুটি বাঘের দেহ উদ্ধার হয়েছে।
সূত্রের খবরে বলা হচ্ছে, এই তিনটি বাঘের মৃত্যুর পেছনে কোন চোরাকারবারির হাত নেই। কারণ বাঘগুলোর শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
পরপর তিনটি বাঘের মৃত্যুতে এরই মধ্যে রহস্যের জন্ম দিয়েছে। কেন পরপর তিনদিনে তিনটি বাঘের মৃত্যু। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, বাঘ তিনটির শরীরে এমন কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাই বলা যায় বাঘগুলো কোন হামলার শিকার হয়েনি।
ক্যানালের পাড়ে যে বাঘিনীর দেহ মেলে সম্ভবত সেটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্য বাঘটির মৃত্যুর পর তার দেহ পানিতে ছুঁড়ে ফেলা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাঘের শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ারও কোনও চিহ্ন মেলেনি।
নাগপুরের ব্যাঘ্র প্রকল্প থেকে একটি বাঘ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটিই পরে মঙ্গলবার নাগলওয়াডি এলাকা থেকে উদ্ধার হয়। বাঘটির শরীরে পচন ধরে গিয়েছিল। তবে তিনটি বাঘের দাঁতগুলি ভঙ্গুর ছিল। বাঘ তিনটিরই বয়স বেশি ছিল। সূত্র : আনন্দবাজার, এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।