Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীরাজ্যে তিনটি পাশবিক ঘটনা

বাসর রাতে স্বামীকে পিটিয়ে টাকা নিয়ে উধাও স্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বিয়ের রাতেই ম‚ল্যবান সামগ্রী, টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেলেন এক কনে। শুধু তাই নয়, আগের রাতে রড দিয়ে নিজের স্বামীকে বেধড়ক মারধরও করেন ওই নারী। ভারতের উত্তরপ্রদেশ যোগী রাজ্যের বিজনৌরে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, বিজনৌরের বাসিন্দা ওই যুবকের সঙ্গে ওই নারীর পরিচয় করিয়ে দেন এক ঘটক। ওই ঘটক যুবককে জানায়, মেয়েটির বাড়ি হরিদ্বার। এরপরই দুইজনে মন্দিরে গিয়ে বিয়ে করেন। পরে নববিবাহিত স্ত্রীকে নিয়ে গ্রামে ফেরে ওই যুবক। গ্রামে ফেরার পর সেখানকার বাসিন্দারা ধুমধাম করে দুইজনের বিয়ে দেয়। কিন্তু বাসর রাতে ঘটে অদ্ভুত ঘটনা। ওই স্ত্রী হঠাৎ করেই তার স্বামীর উপর চড়াও হয়। তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারতে থাকে। এরপর রাতেই নগদ ২০ হাজার রুপি এবং ২ লাখ রুপির গয়না নিয়ে পালিয়ে যায় ওই নারী। পরদিন ঘটনাটি জানাজানি হওয়ার পর অনেকেই অবাক হয়ে যায়। ওই যুবক জানান, হঠাৎ করে স্ত্রী তাকে মারতে থাকে। তিনিও বুঝতে পারেননি কেন এমনটা করছে তার স্ত্রী। এরপর টাকাপয়সা এবং গয়না নিয়ে পালিয়ে যায় ওই নারী। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকের কাছ থেকে টাকাপয়সা নিয়ে যেতেই এমন কান্ড ঘটনা হয়েছে। ওই নারী এবং ঘটকের খোঁজে তদন্ত চলছে। কয়েকদিন আগে শাহাজানপুরেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তেলেঙ্গানা টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ