Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস্তুচ্যুত হাজার হাজার কারেন গোষ্ঠীর মানুষ

পুড়িয়ে দেয়া হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মিয়ানমারে রোহিঙ্গাদের পর এবার কারেন জাতিগোষ্ঠীর ওপর দমন-পীড়ন শুরু করেছে। থাইল্যান্ড সীমান্ত মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কারেন প্রদেশে পুড়িয়ে দেয়া হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সরকারের দমন-পীড়নের কারণে জঙ্গলে আশ্রয় নিয়েছে ওসব অঞ্চলের বাসিন্দারা। গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই বিক্ষোভে উত্তাল মিয়ানমার। প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হচ্ছেন সাধারণ মানুষ। সোচ্চার আন্তর্জাতিক সম্প্রদায়ও। দেশটির সঙ্গে একের পর এক সম্পর্ক ও সহযোগিতা ছিন্ন করছে বিশ্বের বিভিন্ন দেশ। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের মধ্যেই ভয়ংকর তথ্য প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কারেন প্রদেশে রোহিঙ্গাদের মতো জাতিগত নিধন শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। এপির প্রতিবেদনে বলা হয়, কারেন ইন্ডিপেন্ডেন্ট আর্মির বিরুদ্ধে যুদ্ধের নামে গত ১ ফেব্রুয়ারি থেকে ৮ হাজারের বেশি ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। দমন-পীড়নের কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। যাদের ঠাঁই হয়েছে গভীর জঙ্গলে। ফ্রি বার্মা র‌্যাঞ্জার্সের পরিচালক ডেভিড ইমব্যাংকস বলেন, বার্মা সেনাদের নৃশংসতা বন্ধ করতে হবে। প্রথম অঞ্চলটিতে নিরাপত্তা এবং বেঁচে থাকার নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় সেখানে খাবার পৌঁছে দিতে হবে। জান্তা সরকারের কারণে কারেন জাতিগোষ্ঠী বাড়িঘরে ফিরতে পারছে না। ১৯৪৮ সালে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন করে আছে বিভিন্ন জাতিগোষ্ঠী। দেশটির উত্তর-প‚র্ব ও উত্তর পশ্চিমে ছোট-বড় বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ