Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় ব্যবসায়ী হত্যা ও লাশ গুমের মামলায় ৬ জনের যাবজ্জীবন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৭:৪৩ পিএম

বগুড়া শহরের তালুকদার মার্কেটের খাতা-কলম ব্যবসায়ী বগুড়া ও কাহালু উপজেলার লোহাজাল গ্রামের আনসার আলীর পুত্র শহিদুল ইসলাম (২৩) কে পরিকল্পিতভাবে হত্যা করে একটি পুকুরে লাশ লুকিয়ে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ইসরাত জাহান ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ।

মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষনা করেন তিনি। দন্ড প্রাপ্ত আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, আতিকুর রহমান আতিক (৩২) (পলাতক), আবু বক্কর সিদ্দিক (৩৮), সাজ্জাদ হোসেন (৪০), আব্দুল হাই ওরফে দুলাল (৪০), বক্কর সরকার (৩২) এবং আব্দুর রাজ্জাক (৩৭)।

আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০০৯ সালের ২ মার্চ রাতে শহিদুল ইসলাম বগুড়া শহরের তালুকদার নিউ মার্কেটের খাতা-কলমের দোকানের ব্যবসা শেষে রাত দশটায় বিবির পুকুর এলাকায় যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর ৪ মার্চ দুপুরে বগুড়া-সাšতাহার পাকা রা¯তা সংলগ্ন এমবি হ্যাচারীর পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই দিন ভিকটিম শহিদুলের ভগ্নিপতি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ভিকটিম শহিদুলকে হত্যা করে লাশ গুম করার ঘটনা স্বীকার করেন। তদন্ত শেষে কাহালু থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর এসআই ইলিয়াস ৬ জন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে জনাকীর্ণ আদালতে রায় ঘোষনাকালে এক নম্বর আসামি পলাতক আতিক বাদে বাকি পাঁচজন উপস্থিত ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ