Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ একাদশে ছয় নতুন মুখ, নেই জামাল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৬:০৪ পিএম

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। ছয় নতুন মুখ নিয়ে দল গড়েছেন জাতীয় দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান ম্যাচটি। যে ছয় নতুন মুখ নিয়ে কোচ জেমি ডে বাংলাদেশ দল গড়েছেন তাদের তিনজনের অভিষেক হয়ে গেছে শুরু একাদশে জায়গা পেয়ে। এরা হলেন- বসুন্ধরা কিংস ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডান ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের স্ট্রাইকার মেহেদী হাসান।

জামাল ভূঁইয়ার জায়গায় আবাহনী লিমিটেডের মিডফিল্ডার সোহেল রানা পড়েছেন অধিনায়কের আর্মব্যান্ড। এছাড়া ঘুরিয়ে-ফিরিয়ে আরও পাঁচ খেলোয়াড়কে বদলি নামানোর সুযোগ ‍পাবেন জেমি ডে।

বাংলাদেশের ব্রিাটশ প্রধান কোচের চাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শিষ্যরা যেন নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেন। ম্যাচে ১১ জনই যেন নেতা হয়ে উঠতে পারেন।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, হাবিবুর রহমান সোহাগ ও সাদ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ