Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা বুড়ো ‘ইব্রাহিমোভিচ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৬:৪৭ পিএম

বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রতিনিয়তই নতুন নুতন রেকর্ডের জন্স দিয়ে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এবার এই সুইডিশ তারকার পালকে যুক্ত হল আরও একটি মাইলফলক। ইতালিয়ান সিরি’আতে এক আসরে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ১৫ গোল করলেন এসি মিলানের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। এই রেকর্ডে নাম লিখিয়ে সেরা বুড়ো হয়ে গেলেন তিনি।

ফিওরেন্তিনার বিপক্ষে গতকাল রোববার রোমাঞ্চকর ৩-২ ব্যবধানের জয়ের পথে ইব্রাহিমোভিচের গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিল মিলান। ম্যাচের দিন তার বয়স ছিল ৩৯ বছর ১৬৯ দিন।

গত ২৮ ফেব্রুয়ারি রোমার বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এই ম্যাচ দিয়েই শুরুর একাদশে ফেরেন সুইডিশ তারকা। ম্যাচের নবম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি।

বিরতির আগে ও পরে যথাক্রমে এরিক পুলগার ও ফ্রাঙ্ক রিবেরির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফিওরেন্তিনা। পরে ব্রাহিম দিয়াস ও হাকান কালহানোগ্লুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান। মৌসুমের প্রথমভাগে দারুণ ছন্দে অনেক দিন লিগ টেবিলের শীর্ষে ছিল মিলান। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ