বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায় অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর সরেজমিন নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ। আজ সোমবার (২২মার্চ) দুপুর ১২টায় ঘটনাস্থলে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহিব্বুল্লাহ আজাদ, মোহাম্মদ জিলাই মিয়া জিলানি, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমদ তাসলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতা ও ক্ষতিগ্রহস্থদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তারা এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।