Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক আইন উঠে যাওয়ার গুজব ছড়ায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০০ এএম

এই দিনে যশোরে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী স্থানীয় ঈদগাহ ময়দানে বিরাট সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিতে আসা স্বেচ্ছাসেবকদের হাতে ছিল লাঠি, তীর, ধনুক। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সারাদেশে মাইকযোগে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছিল।

দেশের অবস্থা ছিল টালমাটাল। সিলেটে হাজার হাজার মহিলা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ পেশার ব্যনারে মিটিং, মিছিল করেছিল। অন্যদিকে মিরপুর, চট্টগ্রাম, পার্বতীপুর-সৈয়দপুরে বাঙালি ও বিহারীদের মধ্যে মারামারি, খুনোখুনি, রক্তারক্তি হচ্ছিল। সেনাবাহিনী বিহারিদের উস্কানি দিয়ে সংঘর্ষকে আরো বেগবান করেছিল।

এদিন আরো একটি গুজব ছড়িয়ে পড়ে যে, সামরিক আইন উঠে যাচ্ছে। কিছু কিছু গুজব এমনভাবে ছড়ানো হচ্ছিল যাতে- মানুষের লক্ষ্য বিভ্রান্ত হয়। সামরিক আইন উঠে যাওয়া ঠিক সেই রকম একটি গুজব। এই গুজবটি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, ভুট্টো সরাসরি বলেছিলেন- পাকিস্তানে এখন তিনটি শক্তি: ১.আওয়ামী লীগ, ২. পাকিস্তান পিপল্স পার্টি, ৩. সামরিক বাহিনী। অতএব তিনটির মধ্যে সশস্ত্র বাহিনীই যদি ব্যারাকে ফিরে যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যম্ভাবী। এদিন বঙ্গবন্ধুর বাড়ির সামনে এতো পরিমাণ মিছিল গিয়েছিল যা আগে কখনো যায়নি। বঙ্গবন্ধু সবাইকে তৈরি থাকার কথা বলেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ