Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি আইনজীবীদের সহায়তা চাইলো হামাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

জেরুজালেমে দখলদার ইসরাইলের ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস রুখতে তুরস্কের আইনজীবীদের সহায়তা চাইলো হামাস নেতারা। শনিবার ইসরাইলের এহেন অপরাধম‚লক কর্মকান্ডের বিরোধিতা করতে তুর্কি আইনজীবীদের আহবান জানায় তারা। শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য ইস্তাম্বুলে যান হামাস প্রধান নেতা ইসমাইল হানিয়াহসহ দলটির অন্যান্য প্রবীণ সদস্যরা। সেখানে তারা তুরস্ক-ফিলিস্তিনের সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর প্রধান হাসান তুরানসহ তুর্কি কর্মকর্তা ও আইনসভার সদস্যদের সঙ্গে দেখা করেন। এক লিখিত বিবৃতিতে হামাস জানায়, বৈঠকে হামাস প্রধান হানিয়াহ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস রুখতে এবং নিরীহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়ার হাত থেকে বাঁচাতে তুর্কি কর্মকর্তাদের এগিয়ে আসার অনুরোধ করেন। বিশেষ করে ইসরাইলের শেখ জাররাহ’র আশ্রয়স্থল ধ্বংস বন্ধ করার ওপর জোর দেন তিনি। নিজেদের রজনৈতিক ক্ষমতাসহ আন্তর্জাতিক ও ক‚টনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে ইসরাইলের বিরোধিতা করার জন্য তুরস্কের প্রতি আহবান জানান হামাস প্রধান। জেরুজালেমে ফিলিস্তিনি জনগণের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, প‚র্ব জেরুজালেমের ওই পরিবারগুলোকে উচ্ছেদে ইসরাইলের নেওয়া সিদ্ধান্ত মানবতার বিরুদ্ধে অপরাধ এবং বিপর্যয়। এতে শেখ জাররাহসহ ওই পরিবারগুলো গৃহহীন হয়ে পড়বে। এর আগে দখলকৃত প‚র্ব জেরুজালেমে অবস্থিত ইসরাইলের কেন্দ্রীয় আদালত ওই সাত ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার সিদ্ধান্তকে অনুমোদন দেয়। তার প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নিল হামাস নেতারা। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ