Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরে দাঁড়ালেন ফিরহাদ হাকিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কলকাতা পৌরসভা মুখ্য প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। শনিবার গভীর রাতে পুরসচিব খলিল আহমেদের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। ‘পৌর প্রশাসক পদে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা চলবে না’ শনিবার রাতে এ নির্দেশ দেয় ভারতের নির্বাচন কমিশন। এরপর এই পদ থেকে সরে গেলেন ফিরহাদ। বিজেপির অভিযোগের জেরে শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশন নির্দেশ দেয়, ২ মে পর্যন্ত কোনো পৌরসভায় রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসক থাকতে পারবেন না। সোমবার সকাল ১১টার মধ্যে তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তার আগেই নিজেদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পৌর প্রশাসকরা। ২০২০ সালেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পৌরসভা নির্বাচন হয়নি। ফলে পৌরসভাগুলোতে যারা মেয়র বা চেয়ারম্যান পদে ছিলেন তাদের ওপরই ফের বর্তায় দায়িত্ব। কিন্তু ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে এই পদগুলো থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে সরকারি অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেয় কমিশন। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ