Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি ধর্ষণের দায়ে যাবজ্জীবন

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৭:২২ পিএম

খাগড়াছড়ির রামগড় উপজেলায় শিশু ধর্ষণের দায়ে বাবলু ওরফে বাবলু কারিগর (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন। বর্তমানে আসামি জামিনে এসে পলাতক রয়েছেন।
২০১৯ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার কথা বলে রামগড়ের দাড়োগাপাড়া সংলগ্ন নদীর পাড়ে প্রতিবেশী বাবলু ওই শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। ঘটনার চার মাস পর বাবলুকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন আসামির ১৬৪ ধারার জবানবন্দি ও আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ