বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়াল। শুক্রবার বিভাগে নতুন ৬৮ জন শনাক্ত হয়েছেন। এর ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৫২ জন।
শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, শুক্রবার বিভাগের রাজশাহীতে ১০ জন, বগুড়ায় ৫০ জন, নওগাঁয় পাঁচজন, জয়পুরহাটে দুইজন এবং সিরাজগঞ্জে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তিনি জানান, গত ডিসেম্বরের পর এটি রাজশাহী বিভাগে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
শুক্রবার বিভাগের ২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী। এছাড়া চারজনের বাড়ি বগুড়া এবং ১২ জনের বাড়ি পাবনা। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৬ হাজার ৫২ জনের মধ্যে ২৪ হাজার ৪৯৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩১ জন কোভিড-১৯ রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।