বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহিপুরে পানি উন্নয়ন বোর্ডের ৪৭/১ পোল্ডারের ৭০০মিটার জমি দখল করে বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে স্থানীয় একদল প্রভাবশালী ভূমিদস্যু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর বেড়িবাঁধের রাস্তার পাশে থাকা উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রেঞ্জ অফিস পর্যন্ত প্রায় ৭০০ মিটার পাউবোর জায়গায় বালু ভরাট করে বন বিভাগের বিলুপ্ত প্রায় কেওড়া এবং গোল গাছ কেটে স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রায় ১৫/২০ টি পরিবার। যারা এসব জায়গা দখল করছে তাদের কোনরকম কোন বন্দোবস্ত নেই সরকারের থেকে। ফলে যেমন সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে এবং বন উজাড়ের ফলে পরিবেশের ভারসম্য। ও বিপর্যায়ের মুখে পরছে। স্থানীয়দের দাবি যাতে করে এইসব দখলদারদের রুখে দেওয়া হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা হয়।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও মো: তুহিন বলেন, আমরা অবৈধ দখলের বিষয়ে জানতে পেরেছি এবং খুব দ্রুতই সরেজমিনে সার্ভেয়ার পাঠাবো এবং অফিসিয়াল ভাবে ব্যবস্থা গ্রহণ করবো ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।