Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাকিস্তানের চেয়ে ‘সুখী’ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৩:১১ পিএম

জাতিসংঘের টেকসই উন্নয়ন নেটওয়ার্কের করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবার বাংলাদেশের উন্নতি হয়েছে। ১০৮তম স্থান থেকে ২০২১ সালের ‘হ্যাপিনেস র‌্যাংকিংয়ে’ বাংলাদেশের অবস্থান ১০১তম। গড়আয়ু বিবেচনায় সুখী দেশের তালিকায়ও বাংলাদেশের এবার উন্নতি হয়েছে, ৬৮তম।

এই তালিকায় সবার উপরে ফিনল্যান্ড। দেশটি দুটি ক্যাটাগরিতেই শীর্ষে। বাংলাদেশের প্রতিবেশি ভারতের অবস্থান ১৩৯ নম্বরে। পাকিস্তান ১০৫তম, চীন ৮৪তম।

১৪৯টি দেশ নিয়ে করা এই তালিকায় এবছর কভিড পরিস্থিতিতে দুটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমত বৈশ্বিক মহামারী জীবনের ওপর কেমন প্রভাব ফেলেছে, দ্বিতীয়ত বিভিন্ন দেশের সরকার কীভাবে এটি মোকাবিলা করছে।

ফিনল্যান্ডের পরে তালিকায় থাকা দেশগুলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি এবং নরওয়ে। সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান (১৪৯), তারপর জিম্বাবুয়ে (১৪৮), রুয়ান্ডা (১৪৭), বসনিয়া (১৪৬)। ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র তালিকার ১৯তম স্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ