Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কোচের লক্ষ্য ট্রফি জেতা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৮:১৩ পিএম

নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল সোমবার। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬ টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’র লক্ষ্য টুর্নামেন্টের ট্রফি জেতা। যদিও শুরুতে তিনি বলেছিলেন, ‘নেপালের টুর্নামেন্ট আমাদের জন্য বিশ্বকাপ বাছাইয়ে বাকি তিন ম্যাচের প্রস্তুতি।’ তবে ফাইনালের আগে সুর পাল্টেছেন লাল-সবুজের কোচ। রোববার তিনি কাঠমান্ডু থেকে বলেন,‘আমি বলবো না যে ট্রফি জিততে চাই না। ফাইনালে উঠলে যেকোনো কোচের চাওয়া থাকে শিরোপা জয় করা। সেটা আমারও রয়েছে। ট্রফি জিততে চাই আমরা। তবে আমি আবারও বলছি নেপালের টুর্নামেন্টে ট্রফি জেতাটাই মুখ্য নয়।’

সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। আর বিদেশের মাটিতে ফাইনাল ১৬ বছর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজদের। ২০০৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। দীর্ঘদিনের ট্রফি খরা গোছানোর সুযোগ জেমি ডের শিষ্যদের সামনে। অবশ্য নেপাল যাওয়ার আগে থেকেই এই টুর্নামেন্টকে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে মনে করে আসছেন বাংলাদেশ কোচ। তবে এখন শিরোপা মঞ্চে ওঠায় কোচও চান তার দল ট্রফি জিতুক। অধিনায়ক জামাল ভূঁইয়াও শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না। তার কথায়, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছেন দেশবাসী। সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন। তাই এই ট্রফিটা আমরা জিততে চাই।’

সেই ভেন্যু। একই প্রতিপক্ষ। পার্থক্য কেবল টুর্নামেন্ট এবং সময়ের। ২২ বছর আগে এই কাঠমান্ডুতে (১৯৯৯ সাল) সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বাগতিকদের হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। প্রায় দুই যুগ পর ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে আরেকটি শিরোপা জয়ের হাতছানি দু’দলের সামনে। সোমবার শিরোপা জিতলে ২২ বছর আগের সেই স্মৃতিকে রোমন্থন করবে বাংলাদেশ দল। সুখের আবেশে ভাসবেন দলের ম্যানেজার ইকবাল হোসেনও। কারণ সেই সময় লাল-সবুজের জার্সি গায়ে ট্রফি জিতেছিলেন তারকা ফুটবলার ইকবাল হোসেন। এবার জাতীয় দলের ম্যানেজার তিনি। আরেকটি শিরোপা জয়ের সাক্ষী হওয়ার অপেক্ষায় সাবেক এই ফুটবলার। তার কাছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ভিন্ন আমেজের। তাই তো ফাইনালের আগে রোববার অনুশীলনে বেশ রোমাঞ্চিত ছিলেন তিনি। তার মতো জামাল ভূইয়া ও সোহেল রানারাও বেশ উৎফুল্ল। ২০১০ সালের পর ফুটবলে বড় কোনো ট্রফি জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ