Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ৩ কোটি ২০ লাখ মানুষ মধ্য থেকে নিম্নবিত্তে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১২:১৪ এএম

তিন কোটি ২০ লাখ মধ্যবিত্ত ভারতীয়র সামাজিক ও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে করোনা মহামারি। এ মানুষগুলো মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের স্তরে এসে ঠেকেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ভারতীয় মধ্যবিত্ত কিংবা যারা দৈনিক ১০ থেকে ২০ মার্কিন ডলার আয় করতেন এমন মানুষের সংখ্যা তিন কোটি ২০ লাখ কমেছে। করোনা মহামারির আগে যেখানে মধ্যবিত্তের সংখ্যা ছিল ৯ কোটি ৯০ লাখ, সেখানে মহামারির পর এই সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে। জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি, চাকরিচ্যুতি এবং বেতন কর্তনের প্রভাব পড়েছে লাখ লাখ পরিবারের ওপর। বিশ্বব্যাংকের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক পূর্বাভাসের বরাত দিয়ে পিউ রিসার্চ সেন্টার বলেছে, ‘কোভিড-১৯ মহামন্দাকালে ভারতে মধ্যবিত্তের শ্রেণি অনেক কমেছে এবং চীনে দারিদ্রের হার কিছুটা বেড়েছে।’
ভারতের কয়েকটি শিল্পরাজ্যে করোনা মহামারির দ্বিতীয় দফা ঢেউ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অবশ্য অর্থনৈতিক গতি সচল রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ হ্রাস পেলেও আগামী বছর তার ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সূত্র : পিউ রিসার্চ সেন্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ