বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাউফলের গোলাবাড়ি টু কালিশুরি কুমারখালি ব্রিজ পর্যন্ত প্রায় ৫০ কোটি ব্যয়ে সদ্য নির্মিত আন্তঃমহাসড়কের একটি অংশে বিশাল ফাঁটল ধরেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতায় মেসার্স মাফুজ খান এন্টারপ্রাইজের নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণ কাজ করছেন।
জানা গেছে, সরকার উপজেলা, জেলা ও বিভাগের সাথে জনগণের কম সময়ে যাতায়াতের সুবিধার্থে বাউফল উপজেলার গোলাবাড়ি থেকে বাকেরগঞ্জ উপজেলার গোমা কাউয়ার চরের চরামদ্দি হয়ে বরিশাল পর্যন্ত সড়ক বর্ধিত প্রকল্প গ্রহণ করেন। সেই অনুযায়ী ২০১৮-১৯ অর্থ বছরে গোলাবাড়ি থেকে কালিশুরি কুমারখালি পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার আন্তঃমহাসড়কের পূণ নির্মাণ কাজ শুরু হয় এবং চলতি বছর (২০২১ সালে) ফেব্রূয়ারি মাসে সড়কটির ডিবিএস বেইজ কোর্স পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। এরপর ডিবিএস ওয়ারিং কোর্স শেষ করে রোড মার্কিং করা হবে ।
অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই নানা অনিয়মের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজ করেছেন। সোল্ডারে মাটি কম থাকায় গাঝিমাঝি অংশে বিশাল ফাটল ধরেছে। সড়কের ওই অংশে খালের পারে সঠিক ভাবে পাইলিং না করায় এ ফাটল ধরেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী জানান, ওই সড়কটি বিটুমিনের সার্ভেস তুলে বেইজ কোর্স অর্থাৎ পাথ ও বালুর অংশ পর্যন্ত রিপিয়ার করে পুনরায় বিটুমিনের কাজ করতে হবে।
সড়ক ও জনপথ বিভাগ বিষয়টি অবহিত থাকলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।