Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মার্সিডিজ বেঞ্জ কিনলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:৩৩ পিএম

বর্তমানে দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দর্শকদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় যুক্ত থাকতে পছন্দ করেন তিনি। নুসরাত ফারিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। নুসরাত বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে নতুন একটি গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়।

মার্সিডিজ বেঞ্জের এই গাড়িটি নুসরাত নতুন কিনেছেন। গাড়ির সঙ্গে তোলা নিজের ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে নুসরাত লেখেন, ‘ওয়েলকাম হোম বেবি’। গাড়ির ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই লাখো লাইক ও ভালোবাসায় ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই তার নতুন গাড়ি দেখে অভিনন্দন জানানোর পাশাপাশি হিংসাও করেন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন ফারিয়া। মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে এ সিনেমার শুটিং। ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি পরিচালনা করছেন ভারতের বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ