পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বসুরহাটে হচ্ছেটা কী? আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মামলায় ৯৮ আসামির জামিন আবেদন শুনানিকালে উষ্মা প্রকাশ করে এ মন্তব্য করেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চে এ শুনানি হয়। পরে আবেদনকারীদের আগাম জামিন মঞ্জুর হয়।
জামিনপ্রাপ্তদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগিনা মাহবুবুর রহমান মঞ্জু ও ফখরুল ইসলাম রাহাতও রয়েছেন। গতকাল তারা আদালতে হাজির হন। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী।
একইদিন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী আইয়ুব আলীসহ ৯ জনকেও ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতে এদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমন বণিক। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ ৯৮ জনের আগাম জামিন হয়।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সংঘর্ষে পৌর মেয়র মির্জা কাদের এবং কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’জন নিহত হন। এ ঘটনায় দেড়শ’ ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।