Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন দর্শনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৩:০৫ পিএম

বাংলাদেশে নির্মিতব্য ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। দর্শনা ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাজে আরেকবার বাংলাদেশে এসেছিলেন। ‘অন্তরাত্মা’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কাজ করছেন বাংলাদেশি তারকা শাকিব খানের সঙ্গে। ছবিটির শুটিং হচ্ছে পাবনাতে। সম্প্রতি দর্শনা বণিকের বাংলাদেশে ওয়ার্ক পারমিট না নিয়ে আসার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই বিষয়ে দর্শনা গণমাধ্যকে জানিয়েছেন ওয়ার্ক পারমিট নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। এজন্য তাকে কয়েকদিন দেরিও করতে হয়েছে।

‘অন্তরাত্মা’ ছবির মাধ্যমেই শাকিবের সঙ্গে দর্শনার পরিচয়। বাংলাদেশে শুটিং ও শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানিয়ে দর্শনা বলেন, তিনি বাংলাদেশের বড় তারকা। এই ছবিতে কাজের মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। প্রথম দিন ছবির গানের শুটিং করতে গিয়ে তার সঙ্গে দেখা হয়েছে। দারুণ একজন মানুষ শাকিব খান। খুবই সহযোগিতাপূর্ণ মানুষ।

শাকিবের সঙ্গে আড্ডা নিয়ে দর্শনা বণিক জানান, শাকিবের সঙ্গে ভারতীয়, বাংলাদেশি সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। সিনেমা ও সিনেমার বাইরের নানা বিষয়ে শাকিব খানের জানার আগ্রহ অনেক। জানতে ভালোবাসেন, নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন। তিনি বলেন, সিনেমা নিয়ে, তার কাজ নিয়ে দারুণ প্যাশনেট তিনি। তা ছাড়া শাকিব খান দেখতে খুব সুন্দর।

জানা যায়, পাবনায় তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং হচ্ছে। এ সিনেমার শুটিংয়ের জন্য গত ১০ মার্চ ঢাকায় আসেন দর্শনা। আর ১১ মার্চ থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় ওপার বাংলার শিল্পীরা নিয়মিত অভিনয় করছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভারতীয় শিল্পীরা বাংলাদেশে এসে শুটিং করছেন। এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এর আগে ওয়ার্ক পারমিট ছাড়া পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ সিনেমার শুটিং করেন কলকাতার বনি সেনগুপ্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ