Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও এক বিজেপি সংসদ সদস্যের আত্মহত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৯:৫১ এএম

আরও একজন বিজেপি সংসদ সদস্য আত্মহত্যা করেছেন। এর আগেও কয়েকজন সংসদ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানা যায, ভারতের দিল্লিতে বন্ধ ঘর থেকে উদ্ধার হলো ক্ষমতাসীন বিজেপির লোকসভার সাংসদ রামস্বরূপ শর্মার ঝুলন্ত লাশ। তিনি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ ছিলেন।

এই সময় জানায়, গোমতী বিমানবন্দর সংলগ্ন একটি আবাসনের ২১৪ নম্বর ফ্ল্যাটে নিজের কক্ষ থেকেই উদ্ধার হয় সংসদ সদস্যের লাশ।

বাড়ির এক কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে করা হচ্ছে।

এদিকে শর্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকালে নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি। শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এই সংসদ সদস্য। তার পরিবারেও অশান্তি চলছিল বলে খবর। যে কক্ষে তার লাশ উদ্ধার হয় সেটি ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্ডি জেলার জলপাহার গ্রামে জন্ম হয় রামস্বরূপ শর্মার। ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মান্ডি থেকে পুনরায় জয়লাভ করেন তিনি। বিদেশ বিষয়ক স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্যও ছিলেন তিনি।



 

Show all comments
  • Jack+Ali ১৮ মার্চ, ২০২১, ১২:০৬ পিএম says : 0
    Why the Butcher Modi commit suicide????????????????
    Total Reply(0) Reply
  • Abdullah ১৮ মার্চ, ২০২১, ৫:১৪ পিএম says : 0
    Modi people are waiting for you to hang yourself and commit suicide. Why are delaying and not getting the taste of death.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ