নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ছিল গতকাল। মুজিববর্ষে জাতির পিতার জন্মদিনটি নানা আয়োজনে পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। সকালে মতিঝিলস্থ বাফুফে ভবনে কোরআন তেলওয়াত, বাদ জোহর ভবন সংলগ্ন আরামবাগ ঝিলপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে বাফুফে। এরপর দুপুর আড়াইটায় ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের নিয়ে বাফুফে ভবনের নীচ তলায় মুজিব কর্নারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দিনের প্রথম কেক কাটেন বাফুফের চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালগামী জাতীয় দলের ফুটবলারদের নিয়ে দ্বিতীয়বার কেক কটেন তিনি। কেক কাটার পর কাজী সালাউদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্প শুনিয়েছেন জাতীয় দলের ফুটবলারদের। বঙ্গবন্ধু যে কতটা ক্রীড়াপ্রেমী ছিলেন, তার পরিবারের সদস্যরা খেলাধুলার সঙ্গে কিভাবে জড়িয়েছিলেন- এমন নানা ঘটনা নতুন প্রজন্মের ফুটবলারদের জানান বাফুফের সভাপতি। এসময় সালাউদ্দিনের সঙ্গে ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাশ রুপু, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, জাতীয় দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।